ঝড় .....✍ জাহিদ জাবের
কবিতা
ঝড়
জাহিদ জাবের
ঘর ভাঙা ঝড় এলে
থরথর কাঁপে বুক
অন্যায় অনাচারে
ভারী আজ পাপে বুক।
পাপি যারা অনুতাপে
চলো আজ নত হই
ঝড়ভোগী মানুষের
শোকে শোকাহত হই!
ঘর ভাঙা ঝড় ওগো
দয়া করে থেমে যাও
সাগরের ঝড়ঢেউ
সাগরেই নেমে যাও।
থরথর কাঁপে বুক
অন্যায় অনাচারে
ভারী আজ পাপে বুক।

পাপি যারা অনুতাপে
চলো আজ নত হই
ঝড়ভোগী মানুষের
শোকে শোকাহত হই!
ঘর ভাঙা ঝড় ওগো
দয়া করে থেমে যাও
সাগরের ঝড়ঢেউ
সাগরেই নেমে যাও।
--------------------