ঝড় .....✍ জাহিদ জাবের



কবিতা

   ঝড়  

   জাহিদ জাবের

ঘর ভাঙা ঝড় এলে
থরথর কাঁপে বুক
অন্যায় অনাচারে
ভারী আজ পাপে বুক।

পাপি যারা অনুতাপে
চলো আজ নত হই
ঝড়ভোগী মানুষের
শোকে শোকাহত হই!

ঘর ভাঙা ঝড় ওগো
দয়া করে থেমে যাও
সাগরের ঝড়ঢেউ
সাগরেই নেমে যাও।
--------------------

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।