অকাজের কাজ .....✍ অর্পণ কর্মকার



কবিতা

   অকাজের কাজ  

    অর্পণ কর্মকার

কিছু যখন করার নেই
কি আর করি বল,
জল ঘাটিগা চল।
খাবার নেই ভাড়ারে
কি খাব রে ভাই
পড়ে আছে চিনির কণা
তাই কুড়িয়ে খাই।
হাতের কাছে কাজ নেই
দুপুরটি নিঝুম
তিতির পাখির ডাকটি শুনে
দি দিয়ে দিই ঘুম।
ঘুমের মাঝে স্বপ্ন এলো
স্বপ্নতে নেই রঙ
ঘুম ভাঙতেই লড়াই শুরু
ঘড়িতে ঢং ঢং।
--------------------

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।