জগন্নাথ, বলরাম ও সুভদ্রা .....✍ দীপান্বিতা হক
কবিতা
জগন্নাথ, বলরাম ও সুভদ্রা
দীপান্বিতা হক
আজ জগন্নাথ, বলরাম, সুভদ্রা চলেছে মাসীর বাড়ী
ফুল-মালায় সুসজ্জিত রথে দেবে পাড়ি।
মেলা প্রাঙ্গন, যেন এক সংসারের সংস্করণ
যেদিকে তাকাই দেখি, পরিচিত দ্রব্য টানে মন।
মাসী-মেসো, বাবা মায়ের হাত ধরেছে জগন্নাথ
কোল পেয়েছে সুভদ্রা, তাই ছাড়ে না মায়ের সাথ।
হাত ধরেছে দাদাভাই, ছুটতে মানা বলরাম
খেতেই পারো,পাঁপড়ভাজা, জিলিপি আর কালোজাম।
" জয় জগন্নাথ" ধ্বনি ওঠে রশ্শি টেনে টেনে
ভেঁপুর আওয়াজ উচ্চতর, এমন গান ই চেনে।
পথ চলে যায় মাসীর বাড়ী, পুণ্যতর পথ
আজকে আমরা গাইব শুধু চৈতণ্যদেবের মত।
শহর গ্রামে সকল রথে দেবতা হলেন মূর্ত
নীলাচলে মহাপ্রভু আজ নেই আর দূর তো!
ঘরে ঘরে দেবশিশুরা টানছে মহারথ
ধন্য হলো মেলার উঠোন, ধন্য হলো পথ।।
ফুল-মালায় সুসজ্জিত রথে দেবে পাড়ি।
মেলা প্রাঙ্গন, যেন এক সংসারের সংস্করণ
যেদিকে তাকাই দেখি, পরিচিত দ্রব্য টানে মন।
মাসী-মেসো, বাবা মায়ের হাত ধরেছে জগন্নাথ
কোল পেয়েছে সুভদ্রা, তাই ছাড়ে না মায়ের সাথ।
হাত ধরেছে দাদাভাই, ছুটতে মানা বলরাম
খেতেই পারো,পাঁপড়ভাজা, জিলিপি আর কালোজাম।
" জয় জগন্নাথ" ধ্বনি ওঠে রশ্শি টেনে টেনে
ভেঁপুর আওয়াজ উচ্চতর, এমন গান ই চেনে।
পথ চলে যায় মাসীর বাড়ী, পুণ্যতর পথ
আজকে আমরা গাইব শুধু চৈতণ্যদেবের মত।
শহর গ্রামে সকল রথে দেবতা হলেন মূর্ত
নীলাচলে মহাপ্রভু আজ নেই আর দূর তো!
ঘরে ঘরে দেবশিশুরা টানছে মহারথ
ধন্য হলো মেলার উঠোন, ধন্য হলো পথ।।
--------------------