যুদ্ধের গেঁড়াকল.....✍তনয় ভট্টাচার্য



ছড়া

   যুদ্ধের গেঁড়াকল  

   তনয় ভট্টাচার্য

ছায়ার সাথে যুদ্ধ কোরে
গাত্রে ব্যথা জানা
সরল মানুষ বোঝে না তো
যুদ্ধ-মর্ম খানা।।
হাল্লারাজার শুন্ডিরাজার
ছায়া-লড়াই হলে
সান্ত্রী মন্ত্রী ঢাক পিটিয়ে
অনেক কথা বলে ।।
যুদ্ধ যুদ্ধ খেলা করে
রাজা উজির দলে
আর মানুষজন পড়ে তখন
আসল গেঁড়াকলে।।
--------------------

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।