হয়না শিক্ষা .....✍অর্পণ কর্মকার



কবিতা

   হয়না শিক্ষা  

   অর্পণ কর্মকার


লাগ ভেল্কি লাগ
মন খারাপের ফাগ,
খেলবি না রঙ নিয়ে
শুনবি না তুই ককিল কুহু,
উহু উঁহু উঁহু ।
ওসব দিকে নেই মন
থাক না পলাশ বন,
চলছে খেলা রক্ত নিয়ে
যুদ্ধ সারা বেলা,
কোথায় ফাগুন, বিমান আগুন
বিপদ ভাগুন।
বন্দুকেরই খেলা।
তোর কি তাতে
চোর কি তাতে শেখে?
মারও খাবে হারও হবে
বসবে আবার বেকে।
--------------------

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।