কিস্তিমাত .....✍অর্পণ কর্মকার
কবিতা
কিস্তিমাত
অর্পণ কর্মকার
সম্রাট একা নয়, তারও অনুচর আছে
মানত করেছে মাতা,সুতো বাঁধে গাছে।
ফসল পুরেছে তাপে,জেগে আছে ক্ষুধার পেট
তবুও ফুলের মালা ঈশ্বরপ্রদত্ত ভেট।
তেষ্টায় জল জল জল
ভুলও ঠিক হয়, এ ওষুধেও অব্যর্থ ফল।
ভাবুক ভাবুক কিছু জানার আছে যা যা
নিজেকে মানুষ করো নিজে, পিঠে মার চাবুকের ঘা।
সময় অসময় আর পুরাতনী বেহালার ছর
এবার কিস্তিমাত পারলে বাঁচাও তুমি ঘর।
--------------------