সাংস্কৃতিক সংবাদ - গুপ্তিপাড়া বইমেলার এবার পঞ্চম বর্ষ



 
পায়ে পায়ে ৫ বছর হয়ে গেল গুপ্তিপাড়া বইমেলা ৷গত ১৭ মার্চ থেকে ২৪ শে মার্চ মোট ৮ দিনের এই বইমেলায় এবার ছিলো ৪২ টি ছোট বড় বই এর স্টল ৷ বইমেলায় প্রতিদিন স্থানিয় মানুষের আনাগোনা উল্লেখযোগ্য ভাবে দেখা যায় ৷



প্রতিদিন এলাকার স্কুল গুলির ছাত্র ছাত্রীদের বিভিন্ন সাংস্কৃৃৃৃতিক অনুষ্ঠান বইমেলাকে সম্মৃৃদ্ধ করেছে ৷শুধু নাচ গান কবিতা পাঠ নয় , লোকগান নিয়ে আলোচনা এবং বিতর্ক সাথে সাথে নাটক বইমেলায় উপস্থিত সংস্কৃৃৃতি সম্পন্ন মানুষকে তৃৃৃপ্তি দিয়েছে ৷ এ মুহুর্তে যেভাবে চারিদিকে বইপড়ার অভ্যাস চলে যাচ্ছে সেখানে গুপ্তিপাড়া বইমেলা আমাদের অন্যরকম ভাবতে বাধ্য করে ৷বইমেলার সম্পাদক সুব্রত মণ্ডল বলেন ছোট এলাকায় বইমেলা করতে বেশ সমস্যা , বিশেষকরে অর্থ সংগ্রহের ক্ষেত্রে কিন্তু গুপ্তিপাড়ার মানুষের ঐকান্তিক ইচ্ছায় বইমেলা এগিয়ে চলেছে ৷



উল্লেখ্য এই পাঁচ বছর ধরে গুপ্তিপাড়া বইমেলার অঙ্গ হিসেবে থেকেছে ভাষাপথ ৷