কেমন আছো সুতনুকা? .....✍শ্যামল কুমার রায়



কবিতা

   কেমন আছো সুতনুকা ?  

   শ্যামল কুমার রায়


কেমন আছো সুতনুকা?
অনেকদিন পর মেট্রো চ্যানেলে?
ওহ! তুমি তো আজও অতি বাম।
সেই কলেজের দিন থেকে দেখেছি
তোমার একনিষ্ঠ প্রয়াস।
কখনও পাশ ফেল
কখনও তুমিই ডাহা ফেল।
অথচ হতাশ ছিলে না কখনও,
তোমার দু'চোখে ছিল স্বপ্ন
সবার জন্য মোটা ভাতের দাবিতে,
তুমি সেদিন ছিলে মগ্ন।
কামিয়েনিস পার্টির সদস্য?
বোধ হয় তুমি ছিলে না।
আমার ঐ মধ্যবিত্ত ভীরু চোখে
ঘোর লেগেছিল তোমাতে।
কাঁধেতে ঝোলানো ঝোলা ব্যাগ
আর কলেজ ইউনিয়নে তোমার দাপাদাপি।
তবে কী তুমি এ শতকের চিত্রাঙ্গদা?
ভুল, সব ভুল।
অনুমানে আমিই ডাঁহা ফেল।
কলেজের সোশ্যালে, ব্রোচ আঁটা
ঐ তুঁতে রঙের শাড়িতে
রতিকে নিঃস্ব করে ছেড়ে ছিলে তুমি।
তোমার ঐ টোল খাওয়া গালে
আর ঠোঁটের নীচে ছোট্ট একটা তিলে
বধ করেছিলে আমায়।
তবু আজও তুমি ভিন গ্রহেরই তারা!
আখেরে গোছানোর ভিড়ে
তুমি বড় ছন্নছাড়া ।
--------------------

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।