উফ্ কি গরম .....✍অর্পণ কর্মকার
কবিতা
উফ্ কি গরম
অর্পণ কর্মকার
রোদের প্রকোপ বাড়ছে ভীষণ
শুকিয়ে যাচ্ছে পাতা,
চাতক চাইছে ফটিক জল
হাতে হাতে ছাতা।
গরমে সব সেদ্ধ হয়ে
হচ্ছে আলুভাতে,
দিনের বেলা ভীষণ কষ্ট
হাসফাসাচ্ছি রাতে।
তারই মাঝে বৃষ্টি হলে
স্বস্তি ঝরে পরে,
গরম গরম বাপ কি গরম
বলছে ঘরে ঘরে।
--------------------