তোর অসুখের সিরিজ লিখে যাব .....✍সৈয়দ নৌসাদ আলী



কবিতা

   তোর অসুখের সিরিজ লিখে যাব  

   সৈয়দ নৌসাদ আলী


ভালোবাসা একটি মনখারাপের জোৎস্নার নাম
জানি একদিন সমস্ত নির্জনতা দূর হবে।
সমস্ত ভাইরাস হবে গোপন পলাশ ।
মাথা নিচু করে যে অমরত্বের মগ্নতা লিখেছিলাম
তা এখন গভীর বিতৃ‍ষ্ণা। এক নিরবতার জার্নি ।
শিরোনাম আমি জানিনা।শিরোমণিও কাউকে করিনি।
নস্টালজিক বিকেল আর তোর পারপেল রঙের নেল
পলিশ এখন এক নতুন মহা সংগীত লিখে ফেলে।
আমি ফুসমন্তর জানিনা।কোনো অভিযোগের ডায়েরিও
লিখিনা।যন্ত্রবাদক -ও না ।না কোনো রঙের বিচারক।

মানুষ রোজ মরে।অসুখ মরেনা।
তবু অসুস্থ পৃথিবীর বিহ্বল পলিমাটিতে
তোর অসুখের সিরিজ লিখে যাব।
লিখে যাব তোর বিপর্যয়ের গান।
জানি, জানি তোর কোনো নিখুঁত প‍্যাভিলিয়ন নেই ।
আছে কোলাহল পূর্ণ এক বল ড‍্যান্সের ফ্লোর,
এবং ভাইরাস ভর্তি শয্যা ।
এই ভাইরাস এখন তোর অহংকারের গোপন পলাশ।
তুই মিথ হ'না বাবা
--------------------

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।