যুদ্ধ চাই .....✍সমরকুমার চট্টোপাধ্যায়
কবিতা
যুদ্ধ চাই
সমরকুমার চট্টোপাধ্যায়
চাইনা যুদ্ধ, চাইনা অস্ত্র
চাইযে খাদ্য, চাইযে বস্ত্র
দিক্ দিগন্তে যুদ্ধের ধ্বনি
যুদ্ধের ভয়ে সকলে ত্রস্ত ।
যুদ্ধ চাইনা বলছিনা আমি
যুদ্ধটা চাই শতেক বার
যুদ্ধ করবো এদের সাথে
শোষণ তোষণ অত্যাচার
যুদ্ধেতে লাভ মুনাফা খোরের
ভেজালদার আর ডাকাত চোরের
যুদ্ধেতে বাড়ে রোগ ও ব্যাধি
যুদ্ধেতে লাভ মজুতদারের।
এত সত্ত্বর ভুলি কি করে
বাষট্টি আটষট্টি একাত্তরে
নিষ্পদীপ আর অনাহারে
স্মৃতি ফিরে চায় অন্ধকারে।
স্মৃতি ফিরে চায় লঙ্গরখানায়
মাইলো কিংবা পোড়া রুটি চায়
মুনাফা লোভীরা মুনাফা বাড়ায়
যুদ্ধবাজ যাক্ কবরখানায়।
যুদ্ধ চাইনা বলছিনা আমি
যুদ্ধটা চাই শতেক বার
মৃত্যুর পথে চাইনা যুদ্ধ
যুদ্ধটা চাই বেঁচে থাকার ।।
--------------------