তুনুর পুসি .....✍তনয় ভট্টাচার্য



ছড়া

   তুনুর পুসি  

   তনয় ভট্টাচার্য

দুষ্টু পুসি দারুণ খুশি
দুধের সরটি চেটে
শুয়ে শুয়ে জিবটি বোলায়
খুশির চোটে পেটে।।


আতিপাতি খুঁজে দেখে
কোথায় মাছের গন্ধ
অবশেষে বোঝে পুসি
রান্নাঘরটি বন্ধ।।


তুুুনুুর পায়ে ঘুরে ঘুরে
আদর খেতে চায়
তুুুনুুর কাছে বেজায় পুসি
ভালোবাসা পায়।।
--------------------

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।