ছুটুবেলার ছুটি.....✍জয়শঙ্কর চক্রবর্তী
ছড়া
ছুটুবেলার ছুটি
জয়শঙ্কর চক্রবর্তী
আইজ রবিবার আইজকে ছুটি
আইজকে শুধুই খেলা
চান খাওয়া সব যাক চুলাকে
যাক গঁড়ায়ে বেলা ।
সাত সকালে ম্যাচ আছে আইজ
নামঅ পাড়ার মাঠে
রেঁঁন্দা বুলাইঁঁ ব্যাট বানাব
মোটা পলাশ কাঠে ।
সূর্য যখন মাথার উপর
বেলাটঅ টের পাব
দল বাইনধে সব বামুন ডোবায়
ডুব লাগাইতে যাব ।
ভর দুফুরে লিঝুম যখন
ড্যাং ডহরের মাটি
চোরের মতন আহির বনে
গাইড়ব যাঁঁয়ে ঘাঁটি ।
ছুটু বেলার ছুটুর খেলা
পইড়লে হঠাৎ মনে
বেস্ত দিনে জল গড়াইছে
দুটা চইখের কুনে ।।
আইজকে শুধুই খেলা
চান খাওয়া সব যাক চুলাকে
যাক গঁড়ায়ে বেলা ।
সাত সকালে ম্যাচ আছে আইজ
নামঅ পাড়ার মাঠে
রেঁঁন্দা বুলাইঁঁ ব্যাট বানাব
মোটা পলাশ কাঠে ।
সূর্য যখন মাথার উপর
বেলাটঅ টের পাব
দল বাইনধে সব বামুন ডোবায়
ডুব লাগাইতে যাব ।
ভর দুফুরে লিঝুম যখন
ড্যাং ডহরের মাটি
চোরের মতন আহির বনে
গাইড়ব যাঁঁয়ে ঘাঁটি ।
ছুটু বেলার ছুটুর খেলা
পইড়লে হঠাৎ মনে
বেস্ত দিনে জল গড়াইছে
দুটা চইখের কুনে ।।
--------------------