' ব' বললে বাংলা ভাষা .....✍মৌসুমী চট্টোপাধ্যায় দাস
কবিতা
' ব' বললে বাংলা ভাষা
মৌসুমী চট্টোপাধ্যায় দাস
ব বললে বাবাই তো নয়
ব বললে মা ও,
বাংলা ভাষা প্রাণের আশা,
মনের প্রদীপটাও৷
ম ভাবলে মাতৃভাষা,
যে যেখানেই থাকুক
মায়ের আঁচল আবেশ বিভোর
দিব্যি ঘিরে রাখুক৷
দুখের ভাষা, সুখের ভাষা,
বুকের পাঁজরখানা,
সুপ্ত স্বপন যে ভাষাতে
মেলতে পারে ডানা
সেই ভাষাতে বাঁচবো বলে
নিত্য লড়াই করা,
সেই ভাষাকে উঠা পড়ার
মধ্যে ধরে চলা৷
ব এ বাংলা, ম এ মায়ের
চরণ ছুঁয়ে যাঁরা
বিশ্বজয়ের পতাকাটা
উড়িয়ে জাগায় সাড়া
তাদের পায়েও শতকোটি
জানাই নমস্কার,
মাতৃভাষা কাঁদা হাসার
পরাণসাগর পার৷
--------------------