একুশ তোমাকে পাওয়ার জন্য .....✍আরিফ আনজুম



কবিতা

   একুশ তোমাকে পাওয়ার জন্য  

   আরিফ আনজুম


একুশ তোমাকে পাওয়ার জন্য...
ঝড় উঠেছিল বাংলা মায়ের বুকে
ফাল্গুনের এক রক্ত ঝরা দিনে
আজো স্বাধীন বাঙালী জাতি কষ্টে
বাজায় সেই ভাই হারানোর বিন ।

একুশ তোমাকে পাওয়ার জন্য...
১৪৪ ধারা ভঙ্গের শ্লোগানে কত
দিয়েছি তোমায় তাজা প্রান?
তবুও পায়নি, পরিশেষে পেয়েছি
রক্তের বিনিময়ে ভাষার মান।

একুশ তোমাকে পাওয়ার জন্য...
করেছি ভাষা আন্দোলন আর
রক্তক্ষয়ী সংগ্রামী ইতিহাস
ঘটেছে শত শত আমার বিধবা
মা বোনের ভাগ্যের পরিহাস।

একুশ তোমাকে পাওয়ার জন্য...
হয়েছিলাম বিষ ফোঁড়া, ভয়াল অগ্নি
ভয় লেশ হীন সংগ্রামী প্রতিবাদী,
একুশ তোমাকে পেয়েই আজ আমি
দেখেছি পথ সুগম মুক্ত সাম্যবাদী।
--------------------

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।