মৃণালদা নেই ....✍ল্যাডলি মুখোপাধ্যায়




অন্যরকম

মৃণালদা নেই

ল্যাডলি মুখোপাধ্যায়


বলতেন, এবার তোমার গিনিসে নাম উঠবে। কারন মৃণাল সেনকে নিয়ে এতো লেখা লিখেছি। ছবি নিয়ে , ব্যক্তিগত জীবন নিয়ে, নানা সময়ে রাজনৈতিক বক্তব্য নিয়ে, মৃণালদার বই নিয়ে, লাগাতার লিখেছি। যা একটা মোটাসোটা বইয়ের জন্ম দিতে পারে। সামান্য কিছু কাজ করার সুবাদেও ঘনিষ্ঠ হয়েছি।
আজ নানা কথা মনে পড়ছে। তখন আমার করা সিঙ্গুরের ওপর তথ্যচিত্র নিয়ে তোলপাড় চলছে। কোনো একটা কারনে মৃণালদা প্রেস ক্লাবে এসেছেন। সাংবাদিকরা সমবেত ভাবে প্রশ্ন করে যে আমার ছবিটি নিয়ে তাঁর কি বক্তব্য? মৃণালদার উত্তর ছিল,"ল্যাডলী আমার ঘনিষ্ঠ বন্ধু। ওর ছবি নিয়ে আপনাদের কেন বলতে যাবো! বললে ওকেই বলবো"। সেদিনই রাতের দিকে ফোন করে চিরাচরিত ভঙ্গিতে শুরু করেন, "মৃণাল বলছি, তোমার ছবিটা তো দেখতে চাই। কি নাকি কান্ড ঘটিয়েছো!"
তর্ক করেছি, আড্ডা মেরেছি দিনের পর দিন।
একজন টোটাল ফিল্ম মেকার। ঠিক করেছেন, ভুল করেছেন, নিজেকে কনফিউসড বলেছেন কিন্তু ছবি তৈরি করেছেন নিজের মতো করে সেখানে কাউকে ছেড়ে কথা বলেননি।
আজ আর তেমন পরিচালক নেই। আর কিছু লিখতে পারছি না। কেন জানি!

ভালো থাকবেন মৃণালদা

স্কেচ : হিরণ মিত্রে

সমাপ্ত
--------------------
ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।