বাংলামায়ের মুখ ....✍উৎপলকুমার ধারা



কবিতা

   বাংলামায়ের মুখ  

    উৎপলকুমার ধারা

গাঙের জল আর পদ্মানদীর পানি র মাখামাখি
এক ভাষাতেই মা ডাকি, কেউ আম্মা বলে ডাকি
আমার বিরাট মুক্ত আকাশ য়ার ঘন নীলরঙ
আজানধ্বনি মসজিদে, মঠ-গির্জাতে ঢং ঢং ।

বৈরাগী সুর ভাটিয়ালী লালন বাউল গান
খোলসেমারির বিলের চরে শালিকপাখির চান
আমার আছে স্বপ্ন দেখার হিজল কাশের বন
ঈদ বড়দিন দুর্গাপুজোয় খুশির আলিঙ্গন ।

এপার থেকে ডাকলে ওপার তক্ষুনি দেয় সাড়া
ঠিক ছুটে যায় আমার ভাষা টপকে তারের বেড়া
ওপার থেকে বুক পাতলেই এপার পাতে বুক
দুই পারেতেই হাসছে আমার বাংলামায়ের মুখ ॥
--------------------

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।