শহীদ স্মরণে ....✍বটু কৃষ্ণ হালদার
কবিতা
শহীদ স্মরণে
বটু কৃষ্ণ হালদার
প্ওগো বীর শহীদ এর দল, তব শুভ জন্ম দিনে লহ কোটি প্রণাম
কথা দিয়েছিলে,
কাশ্মীর স্বাধীন হলে পরে, ফিরিবে আবার মাটির টানে
ফিরে এলে না তো আর?
হয় তো ভুলে গেছো আজি, রাখিব স্মরণে তোমাদের আত্মত্যাগ
শূন্য তব আজও এ ভগ্ন হৃদয়ের কারাগার
কথা দেওয়া যে শুধুই মিথ্যা প্রতিশ্রুতি
জানি ফিরিবে না এহ জনমের তরে
হৃদয়ে প্রজ্জ্বলিত রবে স্মৃতির প্রদীপ খানি তোমাদের আত্মত্যাগে কাশ্মীর আজ মুক্ত, দেশ মায়ের অশ্রু মুছে দিয়ে, মায়ের হাত কে করেছো আরো শক্তিশালী
তোমাদের সাবলীল ভয়lল ভয়ংকর রনমূর্তির বিজয় কাহিনী তে, দেশের বীর সন্তানরা হবেনা রণ ক্লান্ত
কাশ্মীর বিজয় বীরত্বের কাহিনী লেখা রবে, সাক্ষী হবে ইতিহাসের পাতা
তোমাদের ছবি তে ভরে যাবে শুধুই, রং পেন্সিল এর খাতা
দেশ মাতা আজি দুটি হাত বাড়িয়ে ডাকছে,
ফিরে আয় বাছারা মোর কোলে
সবাই তোদের ভুলে গেলে ও দেশ মাতা রবে দুইটি বাহু তুলে ৷
কথা দিয়েছিলে,
কাশ্মীর স্বাধীন হলে পরে, ফিরিবে আবার মাটির টানে
ফিরে এলে না তো আর?
হয় তো ভুলে গেছো আজি, রাখিব স্মরণে তোমাদের আত্মত্যাগ
শূন্য তব আজও এ ভগ্ন হৃদয়ের কারাগার
কথা দেওয়া যে শুধুই মিথ্যা প্রতিশ্রুতি
জানি ফিরিবে না এহ জনমের তরে
হৃদয়ে প্রজ্জ্বলিত রবে স্মৃতির প্রদীপ খানি তোমাদের আত্মত্যাগে কাশ্মীর আজ মুক্ত, দেশ মায়ের অশ্রু মুছে দিয়ে, মায়ের হাত কে করেছো আরো শক্তিশালী
তোমাদের সাবলীল ভয়lল ভয়ংকর রনমূর্তির বিজয় কাহিনী তে, দেশের বীর সন্তানরা হবেনা রণ ক্লান্ত
কাশ্মীর বিজয় বীরত্বের কাহিনী লেখা রবে, সাক্ষী হবে ইতিহাসের পাতা
তোমাদের ছবি তে ভরে যাবে শুধুই, রং পেন্সিল এর খাতা
দেশ মাতা আজি দুটি হাত বাড়িয়ে ডাকছে,
ফিরে আয় বাছারা মোর কোলে
সবাই তোদের ভুলে গেলে ও দেশ মাতা রবে দুইটি বাহু তুলে ৷
--------------------