কালবৈশাখী আসছে তেড়ে.....✍ সব্যসাচী নজরুল



কবিতা

   কালবৈশাখী আসছে তেড়ে  

    সব্যসাচী নজরুল

প্রবলবেগে ঝড়ো হাওয়ায়
কালবৈশাখী আসে;
সবকিছু আজ যাবে উড়ে
সর্বনাশী বাতাসে।

তার খুশিতেই দেয় হানা
সে প্রলয়ঙ্করী ঝড়;
ভাঙবে ডালা উড়বে চালা
ভাঙবে এবার ঘর।

বজ্রপাত ও বৃষ্টি দেখে
ভয়ে কাঁপছি থরথর;
শিলা পড়া দেখে আমার
লাগছে ভীষণ ডর।

জমিজিরাত কেড়ে নিয়ে কি
সুখ তুমি পাও?
ওরে কালবৈশাখী থামো
এবার তবে যাও।
--------------------

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।