কালবৈশাখী আসছে তেড়ে.....✍ সব্যসাচী নজরুল
কবিতা
কালবৈশাখী আসছে তেড়ে
সব্যসাচী নজরুল
প্রবলবেগে ঝড়ো হাওয়ায়
কালবৈশাখী আসে;
সবকিছু আজ যাবে উড়ে
সর্বনাশী বাতাসে।
তার খুশিতেই দেয় হানা
সে প্রলয়ঙ্করী ঝড়;
ভাঙবে ডালা উড়বে চালা
ভাঙবে এবার ঘর।
বজ্রপাত ও বৃষ্টি দেখে
ভয়ে কাঁপছি থরথর;
শিলা পড়া দেখে আমার
লাগছে ভীষণ ডর।
জমিজিরাত কেড়ে নিয়ে কি
সুখ তুমি পাও?
ওরে কালবৈশাখী থামো
এবার তবে যাও।
কালবৈশাখী আসে;
সবকিছু আজ যাবে উড়ে
সর্বনাশী বাতাসে।
তার খুশিতেই দেয় হানা
সে প্রলয়ঙ্করী ঝড়;
ভাঙবে ডালা উড়বে চালা
ভাঙবে এবার ঘর।
বজ্রপাত ও বৃষ্টি দেখে
ভয়ে কাঁপছি থরথর;
শিলা পড়া দেখে আমার
লাগছে ভীষণ ডর।
জমিজিরাত কেড়ে নিয়ে কি
সুখ তুমি পাও?
ওরে কালবৈশাখী থামো
এবার তবে যাও।
--------------------