গোলাপের কাঁটায় .....✍ জয়শ্রী রায় মৈত্র



কবিতা

   গোলাপের কাঁটায়  

    জয়শ্রী রায় মৈত্র

গোলাপের কাঁটায়
ঝরা রক্ত
অন্তর্বেদনায়
জীবনের মর্মবোধ
কেউ কি উপলব্ধি করে
এর অন্তর্নিহিত ভালবাসা ?
মাতাল সমীর
বয়ে আনে কানে কানে
অজানা স্বপ্নের আলোড়ন,
অনন্ত আকাশের নীলে
মিষ্টি হাসির আড়ালে
দোদুল্যতায় লাল গোলাপের গুচ্ছ
মোছায় ঝরা রক্তের বেদনা ।।
--------------------

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।