ঐশ্বরিক ভাবনা .....✍ টুম্পা মিত্র সরকার



কবিতা

   ঐশ্বরিক ভাবনা  

   টুম্পা মিত্র সরকার

আজীবন রয়েছো তুমি আমার হাড়-মাস-ত্বকে,
তবু নেই তুমি অনুভবে, আশ্বাসে-বিশ্বাসে ৷
তোমায় যতবার কাছে পেতে চেয়েছি...
দু-হাতে কেবলই ধরা পড়েছে
নিরেট শুন্যতা ৷
আর হৃদয় খুঁড়ে চলেছে নিজ বাসভূমি,
অজান্তে অলক্ষ্যে জ্বালি ভক্তি ধূপ ৷
আর এভাবে চাওয়ার মাঝেই
একদিন ধূপের ধোঁয়া বাড়তে বাড়তে কখন—
আমার আরাধ্যা অবয়ব ঢাকা পড়ে যায় ৷
দুর্বোধ্য মনে হয় আমার সমস্ত শাস্ত্রীয় জ্ঞান ৷
অজ্ঞানতার নিকষ কালো গন্ডির বাইরে—
ফুটে ওঠে ভক্তির শেষ মার্গ ৷
এ কোন তন্ত্র নয়, মন্ত্র নয়,
নয় কোন জাদু শক্তি !
অন্তরে প্রজ্বলিত হোক একান্ত ঐশ্বরিক ভক্তি ৷

--------------------

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।