যুদ্ধটা কোথায় .....✍ নরেশ মণ্ডল
কবিতা
যুদ্ধটা কোথায়
নরেশ মণ্ডল
হাতের অর্গল ভেঙে
পিঁপড়েরাও ডিম পাড়ে জানি।
তবুও হিসাব কষে এগতে হয়
যুদ্ধটা কোথায়
সঠিক চিহ্ণিতকরণ চাই।
নচেত ফিরে আসা
হিরোশিমা নাগাসাকির বীভৎস উল্লাসে
লক্ষ শিশুর মুখ ছুঁয়ে
বিকলাঙ্গ শরীর।
আজীবনের ক্ষয় নিয়ে
স্রোতহীন কোন হ্রদের সম্মুখে
আহত মানুষ।
আসলে যুদ্ধটা কোথায়
সঠিক চিহ্ণিতকরণ চাই।
পিঁপড়েরাও ডিম পাড়ে জানি।
তবুও হিসাব কষে এগতে হয়
যুদ্ধটা কোথায়
সঠিক চিহ্ণিতকরণ চাই।
নচেত ফিরে আসা
হিরোশিমা নাগাসাকির বীভৎস উল্লাসে
লক্ষ শিশুর মুখ ছুঁয়ে
বিকলাঙ্গ শরীর।
আজীবনের ক্ষয় নিয়ে
স্রোতহীন কোন হ্রদের সম্মুখে
আহত মানুষ।
আসলে যুদ্ধটা কোথায়
সঠিক চিহ্ণিতকরণ চাই।
--------------------