নীরবতা .....✍বটু কৃষ্ণ হালদার
কবিতা
নীরবতা
বটু কৃষ্ণ হালদার
একরাশ নীরবতার কালো মেঘ ঢেকেছিল
হৃদয়ের সরবরে ফোটা পদ্ম এর পাপড়িতে
পাহাড়ের কোল হতে চুইয়ে চুইয়ে নেমে
আসা জলের ধারা সাগরে মিশে
মাপতে চায় গভীরতা
তোমার ভেজা শাড়ির আঁচল খানি
উড়িয়ে দিয়েছ সাদা মেঘেদের ওই প্রান্তরে
গোধূলির সোনালী রেখায় ওই দুর প্রান্তের
রাখালিয়া বাঁশির সুরে আমি
ও গাইব নীরবতার গান,
উষ্ণ বালুরাশির মরিচিকার মাঝে থাকব দাঁড়িয়ে
শুধু তোমার আসার অপেক্ষায় ৷
হৃদয়ের সরবরে ফোটা পদ্ম এর পাপড়িতে
পাহাড়ের কোল হতে চুইয়ে চুইয়ে নেমে
আসা জলের ধারা সাগরে মিশে
মাপতে চায় গভীরতা
তোমার ভেজা শাড়ির আঁচল খানি
উড়িয়ে দিয়েছ সাদা মেঘেদের ওই প্রান্তরে
গোধূলির সোনালী রেখায় ওই দুর প্রান্তের
রাখালিয়া বাঁশির সুরে আমি
ও গাইব নীরবতার গান,
উষ্ণ বালুরাশির মরিচিকার মাঝে থাকব দাঁড়িয়ে
শুধু তোমার আসার অপেক্ষায় ৷
--------------------