হাস্যরস : গভীর রসবোধের কিছু নিদর্শন




হাস্যরস

গভীর রসবোধের কিছু নিদর্শন


মাতাল ১



একজন মাতাল গভীর রাতে বাড়ী ফিরে বাবাকে ডাকছে, “হরিপদবাবু ও হরিপদবাবু, দরজা খুলুন”। বাবা তো রেগে আগুন, “আমার নাম ধরে ডাকা, মাতলামির আর জায়গা পাওনি?”
মাতাল ছেলে তখন বাবাকে বোঝায়, “আমি যদি নেশা করে এসে রাস্তায় দাঁড়িয়ে আপনাকে বাবা বাবা বলে ডাকি, পাড়ার লোকে জানবে আপনার ছেলে মাতাল। তাতে আপনার সম্মান থাকবে? তার চেয়ে আমি যদি আপনাকে হরিপদবাবু বলে ডাকি, লোকে ভাববে আপনার কোনো ইয়ার বন্ধু নেশা করে এসে আপনাকে ডাকছে। কত লোকেরই তো মাতাল ইয়ার বন্ধু থাকে, তাতে আপনার কোনো মানহানি হবে না। ” - সৈয়দ মুজতবা আলী

মাতাল ২


দু‘জন মাতাল অনেক রাতে মদ খেয়ে চুরচুর হয়ে বড় রাস্তার মোড়ে ঠিক মধ্যিখানটায় পরস্পরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। পুলিস এসে অনুরোধ করছে যাতে এ ভাবে দু‘জনে ধরাধরি করে বিপদ জনক ভাবে দাঁড়িয়ে না থেকে যে যাঁর বাড়ীতে চলে যান। কিন্তু পরস্পরকে ছেড়ে তাঁরা যেতে পারছেন না। তাঁরা বলছেন, "United we stand, divided we fall"!
-সম্পাদকের বৈঠকে - সাগরময় ঘোষ।


স্বামী স্ত্রী সংবাদ


স্বামী :
" আজ এটা কাল ওটা! তোমার বাজে খরচের শেষ নেই।"

স্ত্রী :=" শুধু আমার টাই দেখছ। তুমি কি ফালতু খরচ করো না? "
স্বামী :=" বিড়ি, সিগারেট, মদ, কিছুই তো খাই না। বাজে খরচটা কখন করলাম? "
 স্ত্রী :=" এতোদিন ধরে শুধু শুধু life insurance এর premium দিচ্ছো। কখনো কি মারা গিয়েছো?"

সাধু সংবাদ


হরিদ্বার পৌরসভার একটি বিজ্ঞপ্তি :----
." সাধুর সংখ্যা প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে
"অনুগ্রহ করে নিজের স্বামীকে প্রেম দিন ( ভালোবাসুন), কষ্ট নয়।"
.
.

*জনস্বার্থে প্রচারিত*



বৌদি মজার মুডে দাদাকে জিজ্ঞেস করল.. আচ্ছা বলতো গো.. যদি কোন মহিলা তোমায় ফ্লাইং কিস করে তোমার কি ফিল হবে...!! বিরক্ত দাদা.. আমি মোটেও পছন্দ করিনা এইধরনের অলস মহিলাদের...!! বৌদি এখনও কনফিউসড.......


মন্দির- মসজিদ-গির্জা যাই বানানো হোক না কেন‚ সেখানে শুধু একধর্মের লোকেরাই আসবে।
আবার পাশাপাশি মন্দির মসজিদ গির্জা গড়লে একদিন হয়ত মারামারি, লাঠালাঠিও বেধে যেতে পারে।
তাই অনেক ভেবেচিন্তে পায়খানাই বানিয়েছি। সবাই আসছে এখানে। আসবে চিরদিন। হিন্দু মুসলমান জৈন পার্শী খেরেস্তান। কেউ বাকি থাকবে না। সর্বধর্ম-সমন্বয় এইখানেই।
............. শিব্রাম চক্রবর্ত্তী।

সংগ্রহ : অরবিন্দ বন্দ্যোপাধ্যায়

সমাপ্ত
--------------------
ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।