আকারে আ-কার .....✍ তনয় ভট্টাচার্য



কবিতা

   আকারে আ-কার  

   তনয় ভট্টাচার্য

আনত মুখ
সবুজ সবুজ।।

বাচিক প্যাঁচ
গিরগিটির।।

নিরাকার জল
আকারে আ-কার।।

--------------------

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।