বিড়ম্বনা .....✍ শ্যামল কুমার রায়



কবিতা

   বিড়ম্বনা  

    শ্যামল কুমার রায়

নিয়তির পরিহাস কে করবে হ্রাস?
নগন্য মনুষ্য ঘুরে মরে মিছে , নিয়তিরই পিছে।
পুতুল নাচের পুতুল সবাই এ বিশ্ব চরাচরে,
সবার অলক্ষ্যে কে রশি ধরে আছে ?
অদৃষ্ট ছাড়া আর কেইবা আছে !
ভাগ্যের পরিহাস বড় নিষ্ঠুর,
কারণে, অকারণে হতে হয় বেদনাবিধুর ।
সুখের সময় কে আর মনে রাখে -
নিয়তি যে হাসছে , সবার অলক্ষ্যে ।
ভোগ্য এ জগতে, যত চাওয়া - পাওয়া আছে -
ছুটছে যে সবাই, তারই পিছে ।



সময়ের জিনিস সময়ে পাওয়া বিড়ম্বনা নয় ।
কিন্তু অর্জিত অধিকার বিলম্বিত হয় -
বিড়ম্বনা তো ভাই , তারেই কয় ।
রামেরই তো প্রাপ্য ছিল রাজসিংহাসন ,
কিন্তু, ভাগ্যের বিড়ম্বনা আর কারে কয় -
রাজসুখ ছেড়ে বনবাসী হয় ।
অগ্নির মতো পবিত্র আদর্শ নারী সীতা -
ভাগ্যের বিড়ম্বনায় পাতাল প্রবেশ হয় ।
সহিল না রাজসুখ স্বামী , পুত্রদ্বয়ের সাথে -
নারী বলে কলঙ্ক লাগল সহজে ।
জ্বলন্ত অগ্নিতে প্রমাণিত শুচি ।



কিন্তু, হায় ! আত্মাভিমানী সীতা থাকতে না চায় -
ভাগ্যের বিড়ম্বনায় পাতালবাসী হয় ।
কি দোষ ছিল কর্ণের?
জন্ম থেকে মৃত্যু অবধি বিড়ম্বনার শিকার ।
রথী , মহারথীই যদি বিড়ম্বনার শিকার হন ,
সাধারণ নগন্য মানুষের পরিণতি সহজেই বোঝা যায় ।
বিধির বাঁধন কাটতে লাগে প্রবল ইচ্ছা শক্তি,
তাঁর শরণাগত জীবের তবেই হবে মুক্তি ।

-: কবি পরিচিতি :-
শ্যামল কুমার রায়, সহ শিক্ষক ,
নবগ্রাম ময়না পুলিন বিহারী উচ্চ বিদ্যালয়

--------------------

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।