মা .....✍বুদ্ধদেব মুখোপাধ্যায়



কবিতা

   মা  

   বুদ্ধদেব মুখোপাধ্যায়

বিছানায় মা র কাপড় —মা গেছে বাইরে
শিশুর ঘুম ভাঙলো যবে মা তার নাই রে
দামাল শিশু দুহাত চেপে নাকেতে ধরে
মায়ের গন্ধে কাপড় খানি ম ম করে
আর কাঁদে না শিশু সোনা গন্ধে যে বিভোর
মা নেই কাছে তবু মায়ের বাসে ঘোর
মায়ের গন্ধ হেথা হোথা সারা বাড়িতেই
খুঁজে নিতে হয় তারে নেই বলতে নেই
জগৎ ভরা আমোদ করা মা নামেতেই সার
মা ছাড়া জগৎ হারা শূন্য যে সংসার
একক তিনি অদ্বিতীয়া স্নেহ ভালোবাসায়
মায়ের কথা শিশু মনে সুখের তরী ভাসায়
শিশুর যত আবদার ,দামালপনা যত
মায়ের স্নেহে চিরন্তন গলল যে শত শত
মা মানে সন্ধ্যা সকাল আর দিন দুপুর
মা মানে শিশু মনে নিক্কন আনন্দের নুপুর ৷৷

--------------------

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।