দাঁড়া-ভাঙ্গার দৌড় .....✍তনয় ভট্টাচার্য
কবিতা
দাঁড়া-ভাঙ্গার দৌড়
তনয় ভট্টাচার্য
বিরাম চিহ্ন নেই
নিদেন একটা কমা
ছোটা আর ছোটা ।।
জন্ম ইস্তক ঠুলি বাঁধা চোখ
ঝুঁকে চলা পিঠে বই এর ভার
পালে পালে কচিকাঁচা ।।
ঐশ্বর্য-পাহাড়.........
তারপর জাঁতাকল
আর পৃথিবীর ভার।।
বিষণ্ণ মহাকাল।।
************************
কবি পরিচিতি
--------------------
কবি-নাম::::তনয় ভট্টাচার্য ।
প্রকৃত নাম:::পতিতপাবন ভট্টাচার্য ।
2,খাঁপুকুর,কালনাগেট বাজার
বর্ধমান--713101
মোবাইল:::9434473556/9593569126
*************************************
নিদেন একটা কমা
ছোটা আর ছোটা ।।
জন্ম ইস্তক ঠুলি বাঁধা চোখ
ঝুঁকে চলা পিঠে বই এর ভার
পালে পালে কচিকাঁচা ।।
ঐশ্বর্য-পাহাড়.........
তারপর জাঁতাকল
আর পৃথিবীর ভার।।
বিষণ্ণ মহাকাল।।
************************
কবি পরিচিতি
--------------------
কবি-নাম::::তনয় ভট্টাচার্য ।
প্রকৃত নাম:::পতিতপাবন ভট্টাচার্য ।
2,খাঁপুকুর,কালনাগেট বাজার
বর্ধমান--713101
মোবাইল:::9434473556/9593569126
*************************************
--------------------