পুজোয়-টুজোয় .....✍সৌমেন্দ্র দত্ত ভৌমিক



কবিতা

   পুজোয়-টুজোয়  

   সৌমেন্দ্র দত্ত ভৌমিক

এলো এলো দুর্গা মা আবার এলো
বছর খানেক ঘুরে
চারপাশটা মা দেখে অবাক অসুরেরা
দাপায় দিন-দুপুরে!
চুরি-ডাকাতি-পাচার-ধর্ষণ-বিস্ফোরণ
এবং আরো অনাচার!
দশ হাতে তোমার দশ আয়ুধে আমরা
চাই না থাকতে নাচার|
ঝলসে উঠুক অস্ত্রগুলোই লক্ষ পাপে-তাপে
ঐ দানব-বধের ছায়ায়,
মানব-বিশ্বে মানবিকতাও হয়তো তখন
মেলবে ডানা শান্তি-আশায়|
ঢ্যাম কুর কুর পুজোয় পুজোর আবাহনে
থাকব নাকি খোশমেজাজে!
এই সময় অসুরগুলো আর না কাঁপাক স্থলে
জলে কিম্বা উড়োজাহাজে|
সপরিবারে বেড়াতে এলো মা পিতার ঘরে
সুদূর-কৈলাস ছেড়েছুঁড়ে,
হালচালটা এখন বেজায় মেনে দিক বিধান
অসুরগুলোর ঝুঁটি নেড়ে|
দলে দলে মণ্ডপে-মণ্ডপে মানুষ-মানুষীর চোখে
অসুর-দলনী মাতৃভাব!
অশুভের বুকে পা রেখে মা দুর্গার বিজয়লাভে
শক্তি-প্রাপ্তিই প্রধান লাভ|
************************

কবি পরিচিতি
--------------------
কবি-নাম::::সৌমেন্দ্র দত্ত ভৌমিক
শ্রীরামপুর,হগলী, পিনঃ৭১২২০১,
পশ্চিমবঙ্গ, ভারত |
*************************************
--------------------

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।