অমানবিক ! ....✍মৌসুমী চৌধুরি দাসগুপ্ত




অন্যরকম

অমানবিক!

মৌসুমী চৌধুরি দাসগুপ্ত


শতাধিক বন্যা দুর্গতকে বাঁচানো কেরালার 'হিরো' দুর্ঘটনায় মৃত, সাহায্যে এল না কেউ”””””
কেরালার ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন মত্‍‌স্যজীবী জিনেশ জেরোন। তিনিই যখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে, তখন ফিরেও তাকাল না কেরালাবাসী।

এই সময় ডিজিটাল ডেস্ক: কেরালার ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন মত্‍‌স্যজীবী জিনেশ জেরোন। তাঁকে হিরো ও রক্ষাকর্তা হিসেবে চিহ্নিত করে বড় বড় করে খবরের কাগজে ছবিও প্রকাশ হয়েছিল। সেই জিনেশই যখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে, তখন ফিরেও তাকাল না কেরালাবাসী। দুর্ঘটনায় আক্রান্ত হয়ে রাস্তাতেই প্রাণ গেল তাঁর।

রবিবার তাঁর পুন্থুরার বাড়ি থেকে ১২কিমি দূরে দুর্ঘটনার কবলে পড়েন ২৪ বছরের জিনেশ। বন্ধু জগনকে নিয়ে বাইকে চড়ে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি উল্টে যায়। দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাকের সামনে পড়ে যান জিনেশ। ট্রাকটি তাঁকে পিষে দিয়ে চলে যায়। কোমড়ের নীচ থেকে অসাড় হয়ে পড়ে দেহ। জিনেশ চিত্‍‌কার করে পথচলতি মানুষের সাহায্য ভিক্ষা চান। তবে কেউ ফিরে তাকাননি।

জিনেশের বন্ধু জগন জানিয়েছেন, 'ও সাহায্যের জন্য চিত্‍‌কার করছিল। কেউ দাঁড়াল না। জিনেশের মতো একজন মানুষের সঙ্গে এমনটা হতে পারে, এটা ভাবতেও পারিনি। ও সবাইকে সাহায্য করতে ভালোবাসতো। সাম্প্রতিক বন্যায় ও যা করেছে, তাতে হিরোর সম্মান পেয়েছিল।' জিনেশ ও তাঁর বন্ধুরা চেনগান্নুর অভিযানে রক্ষা করেছিলেন শতাধিক মানুষকে। দুর্ঘটনার ৩০ মিনিট পর অ্যাম্বুলেন্স গিয়ে দুজনকে হাসপাতালে নিয়ে যায়। তবে জিনেশকে বাঁচানো যায়নি।

জিনেশের শোকাহত মা সেলভি বললেন, 'যখন উদ্ধারকাজের জন্য মত্‍‌স্যজীবীদের সাহায্য চাওয়া হল, তখন জিনেশ তাঁর ৬ বন্ধুকে নিয়ে নৌকা চড়ে সবার আগে বেরিয়ে পড়েছিল। কারও জন্য অপেক্ষা করেনি। ওরা নিজেদের বলত উজ্জ্বল নক্ষত্র। ওদের দেখাদেখি পরদিন আরও কয়েকজন রওনা হন।'

ফাটা চালের ছোট্ট বাড়িতে খুব অপরিসর জায়গায় নাচের অনুশীলন চালাতেন জিনেশ। ঘরের শেলফে রয়েছে তাঁর ক্রিকেটে জেতা প্রচুর ট্রফি। জিনেশের মা-র কথায়, 'ওর মৃত্যুতে সবার জেগে ওঠা উচিত। দুর্গত মানুষদের সাহায্যে এগিয়ে আসা উচিত। মৃত্যুর জন্য কারও ফেলে রাখাটা মারাত্মক।'

সমাপ্ত
--------------------
ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।