সাংস্কৃতিক সংবাদ



গত ৫ অক্টোবর কলকাতার পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি তে ভাষাপথের উদ্যোগে একটি অনুষ্ঠানে প্রকাশ পেল ভাষাপথের বাংলার রথ সংস্কৃৃৃতি সংখ্যা এবং উৎসব সংখ্যা ৷অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কিশোর সাহিত্যিক ষষ্টিপদ চট্টোপাধ্যায় ,সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ ,কবি দীপ মুখোপাধ্যায় ,সাহিত্যিক অমিতাভ গঙ্গোপাধ্যায় , সাংবাদিক প্রবীর ঘোষ এবং গৌতম চট্টোপাধ্যায় ৷অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ঝুমা সাহা এবং গোপাল শিকদার ৷আবৃৃত্তি করেন রাধা বিনোদিনী বিন্তি বনিক এবং চন্দননগরের শিল্পী বৃৃৃৃন্দ ৷

এছাড়া অনুষ্ঠানে ভাষাপথ প্রকাশনীর তিনটি গ্রন্থ প্রকাশিত হয় ৷ স্বাগতা ভট্টাচার্যের লেখা গল্প সংকলন গ্রন্থি , অমরেন্দ্র নাথ বিশ্বাসের লেখা কবিতা সংকলন একটি অন্তর্বর্তীকালীণ ভ্রমণ ,এবং তাপস কুমার দাসের কবিতা সংকলন মেঘনা ৷ সাথে সাথে কালনার বিশিষ্ট সাংবাদিক তরুন কুমার সেনের কাব্যগ্রন্থ ষাঠের কবিতা ৷অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শঙ্কর পালিত ,শ্যামাচরণ কর্মকার এবং অদ্রিজা ৷পরিচালনায় ছিলেন সম্পাদক অভিজিৎ বন্দোপাধ্যায় এবং বিশ্বজিৎ গাইন ৷