খেলা .....✍বর্ণালী রায়
কবিতা
খেলা
বর্ণালী রায়
পুতুল খেলার দিনগুলি দেখতে দেখতেই পার হয়ে যায়
তবে আজও কেন যেন বয়সটি ফিরতে চায়
মন কেমনের দিনে যে ছিল সাথী;
মনের দুয়ারে তা যেন স্বপ্নের নিশাবাতি
রান্নাবাটি খেলার ফাঁকে চলত প্রস্তুতি ;
পুতুল বর আসবে! বলে আনন্দে মাতামাতি
পুতুল নিয়ে খেলতে গিয়ে কত্তসব খুনসুটি..
আমার পুতুল তোর পুতুল কত্তসব দুষ্টুমি।।
বয়স আজ আঠেরো হল.. তবু মনটি কবিতা
জমে থাকা অধরা ইচ্ছেগুলো;আজও যেন ইতিহাসের পাতা
পুতুল খেলার আনন্দগুলো আজ মনের নবীনতা
জীবনে আসা ধাক্কাগুলো হয়ত আজ উদাসীনতা
সবটা সামলে আবার করে ফিরে আসা;
নিজের কাছে নিজেকে আবারও নতুন করে দেখা..
সবশেষে দেখি এ যেন এক অদ্ভুত মিলনের খেলা..
যা ছিল কালকের পুতুল খেলা.. তা আজ আমারই জীবনের খেলা।
তবে আজও কেন যেন বয়সটি ফিরতে চায়
মন কেমনের দিনে যে ছিল সাথী;
মনের দুয়ারে তা যেন স্বপ্নের নিশাবাতি
রান্নাবাটি খেলার ফাঁকে চলত প্রস্তুতি ;
পুতুল বর আসবে! বলে আনন্দে মাতামাতি
পুতুল নিয়ে খেলতে গিয়ে কত্তসব খুনসুটি..
আমার পুতুল তোর পুতুল কত্তসব দুষ্টুমি।।
বয়স আজ আঠেরো হল.. তবু মনটি কবিতা
জমে থাকা অধরা ইচ্ছেগুলো;আজও যেন ইতিহাসের পাতা
পুতুল খেলার আনন্দগুলো আজ মনের নবীনতা
জীবনে আসা ধাক্কাগুলো হয়ত আজ উদাসীনতা
সবটা সামলে আবার করে ফিরে আসা;
নিজের কাছে নিজেকে আবারও নতুন করে দেখা..
সবশেষে দেখি এ যেন এক অদ্ভুত মিলনের খেলা..
যা ছিল কালকের পুতুল খেলা.. তা আজ আমারই জীবনের খেলা।
--------------------