আমার ছোটবেলা .....✍প্রাণকৃষ্ণ মিশ্র
কবিতা
আমার ছোটবেলা
প্রাণকৃষ্ণ মিশ্র
আমি যখন ছোট ছিলাম
লুকোচুরি খেলতাম
স্কুল থেকে ফেরার সময়
বাসের বাম্পারে চেপে পড়তাম।।
বৃষ্টি বাদল দিনেতে আমি
মাঠে ফুটবল নিয়ে যেতাম
বাড়ি ফিরে মায়ের কাছে
ভীষন মার ও বকা খেতাম।।
সরিষা বনে ফুল তুলে
মধু সবাই খেতাম
আঁকর ফল চুষে খেয়ে
মায়ের মারও খেতাম।
এখনকার ছেলেরা সব
মাঠে খেলতে আর যায় না
আঙ্গুর খাওয়ায় মায়েরা এখন
কিন্তু আঁকর ফলের স্বাদ জানেনা।
(ছাত্র জীবনের অনেকটা সময় আমি গ্রামে থাকতাম। নবম শ্রেণীতে কালনায় রাজস্কুলে ভর্তি হই)
লুকোচুরি খেলতাম
স্কুল থেকে ফেরার সময়
বাসের বাম্পারে চেপে পড়তাম।।
বৃষ্টি বাদল দিনেতে আমি
মাঠে ফুটবল নিয়ে যেতাম
বাড়ি ফিরে মায়ের কাছে
ভীষন মার ও বকা খেতাম।।
সরিষা বনে ফুল তুলে
মধু সবাই খেতাম
আঁকর ফল চুষে খেয়ে
মায়ের মারও খেতাম।
এখনকার ছেলেরা সব
মাঠে খেলতে আর যায় না
আঙ্গুর খাওয়ায় মায়েরা এখন
কিন্তু আঁকর ফলের স্বাদ জানেনা।
(ছাত্র জীবনের অনেকটা সময় আমি গ্রামে থাকতাম। নবম শ্রেণীতে কালনায় রাজস্কুলে ভর্তি হই)
--------------------