ভালো ভূত .....✍শ্যামাচরণ কর্মকার
ছড়া
ভালো ভূত
শ্যামাচরণ কর্মকার
সবাই বলে, আছে
কানাদিঘির কাছে
লম্বা, ঢ্যাঙা, প্রকাণ্ড এক ভূত
রাতটা যখন নামে
ঘুরে বেড়ায় গ্রামে
কাণ্ড করে অদ্ভুত-অদ্ভুত ।
ভূতটা বিকট, কালো
কিন্তু ভীষণ ভালো
হলেও সে ভূত বদনাম নেই তার
চায় না কারোর ক্ষতি
ঘটায় না দুর্গতি
ব্যবহার তার ভারি চমৎকার।
রাত- বিরেতে একা
কারোর পেলে দেখা
দেখায় না সে মোটেও তাকে ভয়
বরং কাছে এসে
মিষ্টি হাসি হেসে
জমিয়ে করে আলাপ-পরিচয়!
কানাদিঘির কাছে
লম্বা, ঢ্যাঙা, প্রকাণ্ড এক ভূত
রাতটা যখন নামে
ঘুরে বেড়ায় গ্রামে
কাণ্ড করে অদ্ভুত-অদ্ভুত ।
ভূতটা বিকট, কালো
কিন্তু ভীষণ ভালো
হলেও সে ভূত বদনাম নেই তার
চায় না কারোর ক্ষতি
ঘটায় না দুর্গতি
ব্যবহার তার ভারি চমৎকার।
রাত- বিরেতে একা
কারোর পেলে দেখা
দেখায় না সে মোটেও তাকে ভয়
বরং কাছে এসে
মিষ্টি হাসি হেসে
জমিয়ে করে আলাপ-পরিচয়!
--------------------