রইবো আমি আমার মত .....✍সৌমেন দেবনাথ



কবিতা

    রইবো আমি আমার মত  

   সৌমেন দেবনাথ


ভালো লাগে না ! একটুও ভালো লাগে না !
এই দেখো মিথ্যে বলবে না ! আবার মিটিমিটি হাসো !
সত্যি কি আমি তোমার মনের মতো নই !
সত্যি কি আমি তোমার চাওয়ার সাথে মিলে যাই না !
বলো, বলো না ! মনের মধ্যে যা থাকে বলে দিতে হয় ।
দূর ছাই ! কিচ্ছু বলে না ! সব মনের মধ্যে চেপে রাখে !
আচ্ছা, কিভাবে বলা কথাগুলো না বলে থাকতে পারো !
মনের কথা মনে চেপে রাখো, মনটা কি ফাঁটে না !
তোমায় দেখে আমার মন ভরেও ভরে না
তোমার সাথে কথা বলে তৃপ্তি মিটেও মেটে না
বলো না, আমার সাথে কথা বলার জন্য তোমার মন ছটফট করে না !
তোমার কথা শুনে আমার ঘোর লেগে যায়
বাইরে গিয়ে আমাকে দেখার জন্য সত্যি কি তটস্ত হও না !
আবার তুমি মিটিমিটি হাসো !
এই দেখো, ওভাবে হাসবে না !
ওভাবে হাসলে হাসির মানে বুঝে ফেলি !
রইবে দূরে, হাসবে আবার, আমায় পাগল পেয়েছো ?
রইবে দূরে, রাখবে দূরে, আবার হাসবে
আর হাসবে না, আমার কাজ ভুল হয়ে যায়
আর হাসবে না, আমি পথ ভুলে যাই
আগে বলো, ভাবি কেন ? আমাকে ভাবাও কেন ?
ভাবতে ভাবতে প্রহর কেটে যায়
আগে বলো, হাসো কেন ? ও হাসির মানে কি ?
আমি বুঝি না বুঝি !
সব বুঝে ফেলেছি
তবুও তোমাকে বলতে হবে মুখ ফুটে
এই দেখো রইলাম চোখ বুঝে
কয়েকটি শব্দ উচ্চারণ করে আমার হাজার প্রশ্নের উত্তর দাও
আজ যদি উত্তর না দাও, সাড়া না দাও
তবে আর তোমার পথ চেয়ে রইবো না
আর তোমার অপেক্ষায় রাত জেগে থাকবো না
রইবো আমি আমাকে নিয়ে আমার মত, যাও !
--------------------

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।