ট্রাফিক সিগন্যাল .....✍প্রসেনজিৎ দাস
কবিতা
ট্রাফিক সিগন্যাল
প্রসেনজিৎ দাস
সিগন্যালটা অবাধ্যের মত তখনও লাল,
বড্ড দেরি করে ফেলেছি আমি;
রাস্তাটা পার হতে পারিনি।
চোখের সামনে দেখলাম সবাই হুড়োহুড়ি করে
রাস্তাটা পার হয়ে যে যার গন্তব্যে চলে গেল;
আর আমি থ' হয়ে দাঁড়িয়ে রইলাম একপাশে।
তখনও সিগন্যালটা লাল।
--------------------