কেমন আছো সিরিয়া? .....✍বটু কৃষ্ণ হালদার



কবিতা

   কেমন আছো সিরিয়া?  

   বটু কৃষ্ণ হালদার


তুমি কেমন আছো সিরিয়া?
খুব জানতে ইচ্ছা করে এই সময়ে
অচিরেই বোমা নিক্ষেপে ধ্বংস প্রাপ্ত শহরের মানচিত্র
সু সভ্যতার বিকাশের পটভূমি গুমরে গুমরে কাঁদে নিভৃতে নির্জনে
ওই ধ্বংস স্তূপের মাঝে চাপা পড়ে আছে অদূর
ভবিষ্যতের নকশা
সিরিয়ার দম ফাটা কান্না, শিশুদের আর্তনাদের
উচ্চস্বর ভেসে যায় দূর হতে বহু দূর
রক্তাক্ত, মৃত আধপেlড়া শিশুদের লাশের মিছিল
নিস্তব্ধ, অদম্য উচ্চাস, শহরের জন কোলাহল
ওই বিধ্বস্ত স্তূপের ছাই সরিয়ে বেরিয়ে এসেছে মৃত শিশুর নরম হাত
হাতছানি দিয়ে জানিয়ে দেয় আগামীর ভবিষ্যৎ আজ তুমি বড় বিধ্বস্ত
ভালো থেকো তোমরা, চলুক ধর্মের কারসাজি,
নোংরা রাজনীতির যাতাকল "
খুব জানতে ইচ্ছে করে এ সময়ে তুমি কেমন আছো সিরিয়া?
সর্বনাশ, পাশা খেলার নেশায়,
শুধুই ভেসে গেছে ভবিষ্যতের স্বপ্নের উড়ান গুলি মধুর আজানের আহবানে
ধংস স্তূপের চাপা ছাই, মৃত আধপোড়া মাংসের সোদা গন্ধের মাঝে তুমি কেমন আছো সিরিয়া?
বোমার আঘাতে ক্ষত বিক্ষত রক্তাক্ত শিশুদের
চোখে মুখে দু :স্বপ্নের আনাগোনা
বেঁচে আজও মরে আছে অগনিত প্রাণ
কে বাড়াইবে হাত ভাবিতব্য প্রজন্ম সুরক্ষার্থ এ শোনাবে আগামীর বেঁচে থাকার গান "
অশ্রুধারা আঁখি, শিশুদের হতে শান্তির ফুল
এ সভ্য সমাজে বেঁচে থাকার স্বপ্ন গুলোর মাঝে
ওই শিশুদের ছিল কোনো ভুল?
সু সভ্যতা সু সময়ের হাত ধরে হাঁটবে
জন কোলাহল ব্যস্ততা উজানের স্রোতে গা ভাসা বে সিরিয়া শহরের নকশা
শুধুই হা হা কার বেদনা আর্তনাদ বিষাদময়, শিশুদের নিধন যজ্ঞ এর কালো দিন গুলি
তুমি কি ভুলে যাবে সিরিয়া ৷
--------------------

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।