মন মেলাতে .....✍অর্পণ কর্মকার



কবিতা

   মন মেলাতে  

   অর্পণ কর্মকার

আতমঘাতি পাতা খোজে বন্ধ্যা ছাগলিনি
কুঁকড়ানো মন কুঁড়ে ঘরের স্বপ্ন তরতাজা
পথ্য জলে নুন স্বাদু না দ্রবীভূত চিনি
অন্ধ গলার বাজনা ঘরে সুর খেলান আঙুল
কে চেনাবে মায়ামৃগ, আড়াল খোজে মুখোশ
হাত পুতুলের মোহ মায়া যায় বোঝা সহজে?
হোক না ধাঁধার জটিলতা,সরল তবু বোঝে।
ভুল খোজারা খুজুক না ভুল,
খুজুক না শন তারিখ,
তবুও আমার কিন্তুগুলো পাল্টায় না বানান,
প্রিয় কিছু হারিয়ে গেলে টেন্টে এসে জানান।
--------------------

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।