রাত্রি নামে শহরের বুকে .....✍বটু কৃষ্ণ হালদার



কবিতা

   রাত্রি নামে শহরের বুকে  

   বটু কৃষ্ণ হালদার

ছুটন্ত সময় প্রহর গুনতে গুনতে পৌঁছায় পড়ন্ত বিকালে
সোনালী খামে মোড়া রঙিন স্বপ্ন গুলো হৃদয়ের খাঁচায় বন্দি করি
পশু, পাখির দল ফিরে আসে আপন আলয়ে
তখনই, এক গভীর নিঃসঙ্গতায় দিনন্ত শেষে রাত্রি নামে শহরের বুকে
শহরের বুক চিরে বয়ে যাওয়া পচা নর্দমার পাশের বস্তি বাসি,
অসহায়রা পায়নি সু খাদ্যের সন্ধান
আপুষ্টি তে ভুগে যে শিশুরা ঘুমিয়ে পড়েছে মৃত্যুর কোল
ডাষ্টবিন গুলো ভরে যায় দামী উচ্ছিষ্টে
সারমেয়র দল পাহারা দেয় আষ্টে পিষ্টে গুলমো
লতার মত
তখনই শহরের বুক জুড়ে নেমে আসে ক্লান্তিহীন, উচ্ছ্বাসের রাত্রি
সমর সম্মুখে বিপদ ভারী বুঝে ও নামে জীবন মুখি পাষা খেলায়
ঠান্ডা ঘরের আলতো লাল আলোর রোশনাইয়ে,
জীবন ভাসায় কাগজের নৌকায়
এমনি ভাবে ক্লান্তি হীন রাতের শেষে আসবে কাক ভোর
বন্দুক ধারীরা দুয়ারে থাকবে দাঁড়িয়ে,
হয়ে যাব খুব চেনা আগন্তুকদের দাস
সেদিন হারিয়ে আবার ফিরে পাবার নেশায়,
খেলব জীবন বাজির খেলা
হাতড়ে বেড়াবো আর এক সুখের সময়,
জেগে থাকব এক নিস্তব্ধ রাতের অপেক্ষায়৷
--------------------

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।