সাতকাহন ও অমলতাস .....✍দীপঙ্কর পাড়ুই
কবিতা
সাতকাহন ও অমলতাস
দীপঙ্কর পাড়ুই
।। সাতকাহন ।।
ছায়া সময়ের সাথে চলতে চলতে আমাদের
শিখিয়ে যায় কালচক্র পথ
কথা মিলিয়ে মিলিয়ে যদি কথকতা হয়
তাহলে তত্ত্বকথা আমিও বুঝে নেব।
আমিও ঘার ঘুঝে বুনে যাব রান সেলাই
যেভাবে,রেশম বোনে মথ।
সম্পর্কের কথা বলে যাব সম্পর্ক দিয়ে
গভীর গভীর কথা গুলো জেনে নেব
সূচ হয়ে ঢুকে ফাল হয়ে...
অবছন্ন ছায়ায় আছে মাতৃতান্ত্রিক ভোর
ছায়ায় যেন মাতৃত্ব ঝড়ে
ফুল ঝড়ে ফলের আশায়
তবুও,আমরা জানি সবই ফল হয় না।
গাছ তো থেকে থেকে স্মৃতির বাহন
তুমি আর আমি গাছ নিয়ে বলে যাব সাতকাহন।

।।অমলতাস।।
এভাবেই অনেক ভাবেই আমাদের দেখা হয়ে যায়
যেমন ভাবে ধূলোমাটি মাখা শহরে দেখা যায় অমলতাস
প্রনয়ের রঙ হলুদ, লোকবিশ্বাস বলে।
আমাদের বেড়ে ওঠার গল্প আছে মফস্বলে
এভাবেই অনেক ভাবেই আমাদের দেখা হয়ে যায়
অভাবেই আমাদের দেখা হয়ে যায়। এক পরিহাস
রাঢ়ের দেশ, ছাতিম ভাষা শেখায়
রাঢ়ের দেশ, পলাশ ভাষা শেখায়
রাঢ়ের দেশ, শিমুল ভাষা শেখায়
শিখতে,বাঁচতে,জানতে আমাদের দেখা হয়ে যায়
এভাবেই অনেক ভাবেই আমাদের দেখা হয়ে
ছায়া সময়ের সাথে চলতে চলতে আমাদের
শিখিয়ে যায় কালচক্র পথ
কথা মিলিয়ে মিলিয়ে যদি কথকতা হয়
তাহলে তত্ত্বকথা আমিও বুঝে নেব।
আমিও ঘার ঘুঝে বুনে যাব রান সেলাই
যেভাবে,রেশম বোনে মথ।
সম্পর্কের কথা বলে যাব সম্পর্ক দিয়ে
গভীর গভীর কথা গুলো জেনে নেব
সূচ হয়ে ঢুকে ফাল হয়ে...
অবছন্ন ছায়ায় আছে মাতৃতান্ত্রিক ভোর
ছায়ায় যেন মাতৃত্ব ঝড়ে
ফুল ঝড়ে ফলের আশায়
তবুও,আমরা জানি সবই ফল হয় না।
গাছ তো থেকে থেকে স্মৃতির বাহন
তুমি আর আমি গাছ নিয়ে বলে যাব সাতকাহন।

।।অমলতাস।।
এভাবেই অনেক ভাবেই আমাদের দেখা হয়ে যায়
যেমন ভাবে ধূলোমাটি মাখা শহরে দেখা যায় অমলতাস
প্রনয়ের রঙ হলুদ, লোকবিশ্বাস বলে।
আমাদের বেড়ে ওঠার গল্প আছে মফস্বলে
এভাবেই অনেক ভাবেই আমাদের দেখা হয়ে যায়
অভাবেই আমাদের দেখা হয়ে যায়। এক পরিহাস
রাঢ়ের দেশ, ছাতিম ভাষা শেখায়
রাঢ়ের দেশ, পলাশ ভাষা শেখায়
রাঢ়ের দেশ, শিমুল ভাষা শেখায়
শিখতে,বাঁচতে,জানতে আমাদের দেখা হয়ে যায়
এভাবেই অনেক ভাবেই আমাদের দেখা হয়ে
--------------------