ভালোবাসার ঘরদুয়োরে .....✍ছোটন গুপ্ত



কবিতা

   ভালোবাসার ঘরদুয়োরে  

   ছোটন গুপ্ত


এমন দিনেই কবির খোঁজে থাকা,
ঝরঝর শাওনে ভেজা একা।
আকাশ আঁকে মেঘের সামিয়ানা,
স্বপ্ন তোমার দেখতে নেই তো মানা।
আজ আকাশের অভিমানের কাছ
আমার দেয় অকথার কানাচ...
সজল মেঘের সঙ্গে গল্প করি...
বৃষ্টিতে দিই কবির দেশে পাড়ি...।
সাতসকালের মেঘছায় নিবাসে
শেষ ক' মিনিট কথার আশ্বাসে ।
তোমার কাছে টুকরো শব্দ মেলে
ভাসতে যাওয়া বৃষ্টিমগ্ন কালে।
আজকে আমার হাজার কাজের ঘরে
তোমাকে দিই স্বপ্ন গানের তীরে।
মনকেমনের কবি এমন ডাকে...
কান পেতে ধ্যান বৃষ্টি-পদ্য লেখে ৷
--------------------

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।