উড়াল পুল .....✍তাপস কুমার দাস



কবিতা

   উড়াল পুল  

   তাপস কুমার দাস


বললে তুমি মাগো আমায় সাবধানেতে থেকো,
বললে তুমি "হে ভগবান ওকে ভালো রেখো ।"
আমার মাথায় দিলে তুমি আশীর্বাদের হাত,
বেরিয়ে গেলাম বাড়ি থেকে যেই ফুরালো রাত ।
সারাটা দিন ব্যস্ত ছিলাম নানান কাজে আমি
ফিরছি আমি বাড়ি যখন সূর্য অস্তগামী l
তোমার কথা পড়লো মনে চালিয়ে দিয়ে পা
চড়ে গেলাম উড়াল পুলে জানো তুমি মা ?
বিশ্বাস করো আমার কোনো দোষ ছিলো না মোটে
ঘরে ফিরে দেখবো তোমায় হাসি ছিলো ঠোঁটে l
হঠাৎ একটা বিকট আওয়াজ চোখে অন্ধকার
আমি নীচে আমার উপর উড়াল পুলের ভার !
ফুসফুসটা গেলো ফেটে শুনলো নাতো কেউ
নিথর হলো আমার দেহ থামলো নদীর ঢেউ l
খাবার আমি আর খাবো না রক্ত আমার মুখে
আমার মাথা রাখো মাগো একটু তোমার বুকে l
হাতটা আমার ধরো মাগো চাই না ফুলের তোড়া
আমার বুকের পাথরখানা একটু সরাক ওরা !
একটুখানি বাতাস আসুক একটু আসুক আলো
তোমার খুশীর মুখটা ওমা কেমন যেন কালো,
কেঁদো নাগো আর মা তুমি ধৈর্য্য ধরো প্রানে
তোমায় বেঁচে থাকতে হবে বুড়ো বাবার টানে l
তোমার আশা হারিয়ে গেলো রইলো না কেউ পিছে
আমার জীবন ফুরিয়ে গেলো উড়ালপুলের নীচে !!
--------------------

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।