মিথ্যা বাঁধন .....✍সঞ্চয়িতা দে



কবিতা

   মিথ্যা বাঁধন  

   সঞ্চয়িতা দে


শান্তির সীমা ছাড়িয়ে তোমার আনা ঝড়ের যুদ্ধ,
বন্দনা আর নয়,না অপেক্ষা।
না জয় করার ইচ্ছা..
মিথ্যা বাঁধনের চুড়ি আর নয়।
তবু ভাঙনের শব্দ পাই।
ঘুরে ফিরে চলে আসো কেন?
স্পর্শ করো অযাচিত,অস্বচ্ছ ভাবনায়।
পাষান তো ছিলেই , আজও এক।
কেন ভোলোনি আমায়?
বোঝা,ধরার অতীত আঁকা বাঁকা ঘূর্ণায়মান বাক‍্য,আচরণ তোমার।
ঠোঁট বন্দী কথাগুলো শোনা হয়নি।
তোমার লাভের অঙ্কটা আজও পারিনি মেলাতে।
ওটা ওভাবেই পড়ে আছে,থাকবে।
--------------------

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।