বৃষ্টিভেজা পুজোর দিন .....✍তনয় ভট্টাচার্য
ছড়া
বৃষ্টিভেজা পুজোর দিন
তনয় ভট্টাচার্য
পুজোর মাসে দিনের বেলা
এলোঝেঁপে জল
টলটলে জল পুকুর মাঝে
মাছ করে খলবল।।
সোনা-রোদের মিষ্টি সকাল
জলে ভিজে যায়
ঠাকুর গড়ার শেষবেলাতে
মন করে হায় হায়।।
পল্টু শ্যামল বিমল তোরা
ক্যারাম খেলবি আয়
বৃষ্টিভেজা অলস দুপুর
কাটতে কি আর চায়।।
--------------------