মেঘনা .....✍তাপস কুমার দাস



কবিতা

    মেঘনা  

   তাপস কুমার দাস


হার মেনেছি মাতাল চালের
মেঘনা নদীর কাছে,
যে নদীটির জলে কূলে
স্বপ্ন আমার বাঁচে !
দখিনা হাওয়া বইছে ধীরে
মেঘনা তোলে ঢেউ,
ইশারাতে ডাকছে কাছে
বুঝলো না তো কেউ l
চাঁদের পাহাড় মাথার পরে
জলে রঙের দোল,
স্বপ্ন নিয়ে ভাসবে তরী
ভরিয়ে নদীর কোল !
মেঘনা নদীর গভীর জলে
রং বেরঙের ফুল,
মেঘনা আমার প্রিয়া হলে
দিতাম কানে দুল !
ঘুরে ঘুরে যখন আসি
মেঘনা নদীর বাঁকে,
মনে হয় এক গ্রামের মেয়ে
কলসি নিয়ে কাঁকে
যাচ্ছে চলে হেলে দুলে
ছলকে ওঠে জল,
মেঘনা আমার রূপবতীর
নামলো রূপের ঢল !
হাজার আশার মেঘনা আমার
বইছে হেসে হেসে,
ঢেউয়ের দোলায় হারানো সব
স্বপ্ন ওঠে ভেসে l
--------------------

ভাষাপথ অ্যাপটি ব্যবহার করবার জন্য ধন্যবাদ। এই অ্যাপটি ভালো লাগেল, অবশ্যই ফাইব ষ্টার রেট দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে নেবেন।