শুভমিতার জন্য (পরবর্তী অংশ) ....✍প্রাণকৃষ্ণ মিশ্র
ছোটগল্প
শুভমিতার জন্য(পরবর্তী অংশ)
প্রাণকৃষ্ণ মিশ্র
শুভমিতা ওর পরিবার শুধু নয়, অন্যান্যদের প্রতিও দায়িত্বশীল। পরিবারের সব কাজ নিজেই সারে। একাই একশ। ওর শ্বাশুড়ি এলজাইমার সমস্যায় ভুগছে। শ্বাশুড়ির সেবা ,দেখাশোনা, সংসারের রান্না ,ছেলের খেয়াল রাখা, বাজার দোকান সবই শুভমিতা নিজে হাতে করে।
তিন তলা বড় বাড়ির রানী শুভমিতা। অহংকার আছে একটু তবে সে অহংকার ধনী বলে না। নিজের সংসার ধর্মের অহংকার।
সকালে ঘুম থেকে উঠে স্বামীর অফিস যাবার প্রস্তুতি দিয়ে শুরু শুভমিতার জীবন। স্বামীর সকালের ভাত, ব্রেকফাস্ট রেডি করা, টিফিন রেডি করা কতই দায়িত্ব। সারাদিন রাত নিজের কথা ভাবার সময় নেই। নেই নিজের সুখের ভাবনা। নিজের শরীর সম্পক্যে উদাসীনতা শুভমিতার আনন্দের চাবিকাঠি। এই ব্যাপারে ও কারুর হস্তক্ষেপ ও পরামর্শ পছন্দ করে না।
শুভমিতা ধরা ছোঁয়ার বাইরে থাকতে পছন্দ করে।
রবীন্দ্রসঙ্গীতের উপর প্রবল অনুরাগ। সারাদিন রবীন্দ্রনাথের প্রেম ওর নিত্যসঙ্গী। ওর অহংকারের কারনে অলককে হারিয়েছে আগেই। এখন রাহুল ও হারিয়ে যাবে দূরত্বের কারনে। তবুও রানী শুভমিতা ডোন্ট কেয়ার।
স্বামীর বারনে অলোককে হারিয়েছে, হারিয়েছে নিজের সুখ, হারাবে রাহুলকে।তবুও শুভমিতা রানী হয়েই বাঁচবে শুভমিতার সংসারে। প্রেম বরই মধুর, তবে সে প্রেম বিরহের হওয়া চাই শুভমিতার।
তিন তলা বড় বাড়ির রানী শুভমিতা। অহংকার আছে একটু তবে সে অহংকার ধনী বলে না। নিজের সংসার ধর্মের অহংকার।
সকালে ঘুম থেকে উঠে স্বামীর অফিস যাবার প্রস্তুতি দিয়ে শুরু শুভমিতার জীবন। স্বামীর সকালের ভাত, ব্রেকফাস্ট রেডি করা, টিফিন রেডি করা কতই দায়িত্ব। সারাদিন রাত নিজের কথা ভাবার সময় নেই। নেই নিজের সুখের ভাবনা। নিজের শরীর সম্পক্যে উদাসীনতা শুভমিতার আনন্দের চাবিকাঠি। এই ব্যাপারে ও কারুর হস্তক্ষেপ ও পরামর্শ পছন্দ করে না।
শুভমিতা ধরা ছোঁয়ার বাইরে থাকতে পছন্দ করে।
রবীন্দ্রসঙ্গীতের উপর প্রবল অনুরাগ। সারাদিন রবীন্দ্রনাথের প্রেম ওর নিত্যসঙ্গী। ওর অহংকারের কারনে অলককে হারিয়েছে আগেই। এখন রাহুল ও হারিয়ে যাবে দূরত্বের কারনে। তবুও রানী শুভমিতা ডোন্ট কেয়ার।
স্বামীর বারনে অলোককে হারিয়েছে, হারিয়েছে নিজের সুখ, হারাবে রাহুলকে।তবুও শুভমিতা রানী হয়েই বাঁচবে শুভমিতার সংসারে। প্রেম বরই মধুর, তবে সে প্রেম বিরহের হওয়া চাই শুভমিতার।
সমাপ্ত
--------------------