রথ টানে সব পূণ্যবান .....✍তরুণ সেন
ছড়া
রথ টানে সব পূণ্যবান
তরুণ সেন
মেঘ বৃৃৃষ্টি কাদা রথতলা চল দাদা
ঘুঘনি পাঁপড় গজা চাউ পকোড়াভাজা
রথের রশি মারো টান
নেইতো সেথায় কলের গান ৷
বায়োস্কোপের বাক্ম নেই ম্যাটিনি নুন শো
এখন কি আর আছে গেছে সেসব গেছে
ছায়াছবির অমোঘ টান
হাজার মানুষ ভীড় জমান ৷
বেলুনবালা বলছে কি রথ রাস্তায় চলছে কি
সুতো ধরে পুতুলনাচ হাজার রকম কলম গাছ
জগন্নাথের প্রাইভেট যান
রথ টানে সব পূন্যবান ৷
--------------------