সুলুক সন্ধান ....✍প্রাণকৃৃৃষ্ণ মিশ্র
চিকিৎসা
সুলুক সন্ধান
প্রাণকৃষ্ণ মিশ্র
সাঁই বাবার দুটি সুপার স্পেসিলিটি হাসপাতাল আছে। এই হাসপাতাল দুটিতেই সত্যি উন্নতমানের চিকিৎসা হয়। অনেকেই জানেন ,আবার অনেকেই জানেন না।
দুটি হাসপাতালেই নিখরচায় জটিল রোগের চিকিৎসা হয়।
এবার জানাই কোথায় কি চিকিৎসা হয়।
ব্যাঙ্গালোর:-
___________
এটি হোয়াইটফিল্ড হাসপাতাল নামেও পরিচিত। এই নামে একটি স্টেশন আছে ব্যাঙ্গালোর সিটি স্টেশন বা যশবন্তপুর স্টেশন থেকে ৪০ মিনিট আগে।
এই হাসপাতালে প্রধানত: নিউরো ও হার্টের চিকিৎসা ভালো হয়। এছাড়াও অন্যান্য সব রোগের চিকিৎসা শুরু করেছে হাসপাতাল কর্তপক্ষ।
এখানে চিকিৎসা করতে হলে ই-মেল করে এডমিশন নেবার দরকার নেই। তবে করতেও পারেন যে কেউ। ইমেল করে গেলে বাড়তি সুবিধা মেলে।
সহজ পদ্ধতি সকাল ৬ টার মধ্যে হাসপাতালের প্রধান দরজায় গিয়ে লাইন দিলেই হয়। তবে আগে চিকিৎসার কাগজ , ভোটার আইডেন্টিটি কার্ড ও আধার কার্ড সাথে নিয়ে যেতে হয়।
পূর্তাপূর্তি সুপার স্পেসিলিটি হাসপাতাল:-
___________________________________
এখানে কিডনি, হাড়, গ্যাস্ট্রিক, চোখ ও ইউরোলজিক্যাল সমস্যার চিকিৎসা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
এখানে চিকিৎসা করতে গেলে বাংলার রুগীদের একটু ঝামেলা।
অবশ্যই ই-মেল করে যেতে হবে। সাথে নিয়ে যেতে হবে আধার কার্ড ও সাঁই সেবা সমিতির জেলা সভাপতির চিঠি।
বলে রাখি আবার এই দুটি হাসপাতালে চিকিৎসার জন্য কোন টাকা আপনাকে কেউ চাইবে না।
থাকা ও খাওয়ার খরচ আপনার। রুগী ভর্তি হলে ঔষুধ থেকে খাবার সবই হাসপাতাল কর্তৃপক্ষ সরবরাহ করবে।
রুগীর পরিবারের লোকজনদের বাইরে হোটেলে থাকতে হবে। এছাড়াও যাঁরা মনে করবেন হোটেলে খরচ করে থাকা সম্ভব না তাদের জন্য দৈনিক ২০ টাকা খরচে থাকার ব্যবস্থা করবে সাঁই বাবার হাসপাতাল।
কিভাবে যাবেন:
______________
হোয়াইট ফিল্ড হাসপাতাল যেতে ব্যাঙ্গালোর গামী যে কোন ট্রেন ধরতে পারেন ।
পূর্তাপূর্তি হাসপাতাল যেতে ব্যাঙ্গালোরগামী ট্রেন ধরতে পারেন। তবে হাওড়া থেকে প্রতি বুধবার SSPN EXP ছাড়ে। এই গাড়িতে যাওয়া সুবিধাজনক।
বিস্তৃত জানতে আমাকেও টেলিফোন করতে পারেন।
প্রথম ছবি - সাঁই বাবার
দ্বিতীয় ছবি- হোয়াইটফিল্ড হাসপাতাল
তৃতীয় ছবি- পূর্তাপূর্তি
দুটি হাসপাতালেই নিখরচায় জটিল রোগের চিকিৎসা হয়।
এবার জানাই কোথায় কি চিকিৎসা হয়।
ব্যাঙ্গালোর:-
___________
এটি হোয়াইটফিল্ড হাসপাতাল নামেও পরিচিত। এই নামে একটি স্টেশন আছে ব্যাঙ্গালোর সিটি স্টেশন বা যশবন্তপুর স্টেশন থেকে ৪০ মিনিট আগে।
এই হাসপাতালে প্রধানত: নিউরো ও হার্টের চিকিৎসা ভালো হয়। এছাড়াও অন্যান্য সব রোগের চিকিৎসা শুরু করেছে হাসপাতাল কর্তপক্ষ।
এখানে চিকিৎসা করতে হলে ই-মেল করে এডমিশন নেবার দরকার নেই। তবে করতেও পারেন যে কেউ। ইমেল করে গেলে বাড়তি সুবিধা মেলে।
সহজ পদ্ধতি সকাল ৬ টার মধ্যে হাসপাতালের প্রধান দরজায় গিয়ে লাইন দিলেই হয়। তবে আগে চিকিৎসার কাগজ , ভোটার আইডেন্টিটি কার্ড ও আধার কার্ড সাথে নিয়ে যেতে হয়।
পূর্তাপূর্তি সুপার স্পেসিলিটি হাসপাতাল:-
___________________________________
এখানে কিডনি, হাড়, গ্যাস্ট্রিক, চোখ ও ইউরোলজিক্যাল সমস্যার চিকিৎসা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
এখানে চিকিৎসা করতে গেলে বাংলার রুগীদের একটু ঝামেলা।
অবশ্যই ই-মেল করে যেতে হবে। সাথে নিয়ে যেতে হবে আধার কার্ড ও সাঁই সেবা সমিতির জেলা সভাপতির চিঠি।
বলে রাখি আবার এই দুটি হাসপাতালে চিকিৎসার জন্য কোন টাকা আপনাকে কেউ চাইবে না।
থাকা ও খাওয়ার খরচ আপনার। রুগী ভর্তি হলে ঔষুধ থেকে খাবার সবই হাসপাতাল কর্তৃপক্ষ সরবরাহ করবে।
রুগীর পরিবারের লোকজনদের বাইরে হোটেলে থাকতে হবে। এছাড়াও যাঁরা মনে করবেন হোটেলে খরচ করে থাকা সম্ভব না তাদের জন্য দৈনিক ২০ টাকা খরচে থাকার ব্যবস্থা করবে সাঁই বাবার হাসপাতাল।
কিভাবে যাবেন:
______________
হোয়াইট ফিল্ড হাসপাতাল যেতে ব্যাঙ্গালোর গামী যে কোন ট্রেন ধরতে পারেন ।
পূর্তাপূর্তি হাসপাতাল যেতে ব্যাঙ্গালোরগামী ট্রেন ধরতে পারেন। তবে হাওড়া থেকে প্রতি বুধবার SSPN EXP ছাড়ে। এই গাড়িতে যাওয়া সুবিধাজনক।
বিস্তৃত জানতে আমাকেও টেলিফোন করতে পারেন।
প্রথম ছবি - সাঁই বাবার
দ্বিতীয় ছবি- হোয়াইটফিল্ড হাসপাতাল
তৃতীয় ছবি- পূর্তাপূর্তি
(দুঃস্থ মানুষের চিকিৎসার জন্য এই পোষ্ট করলাম। অন্য কোন স্বার্থ নেই)
সমাপ্ত
--------------------