ঘর চলে না .....✍চিত্রদীপ ভাদুড়ী
ছড়া
ঘর চলে না
চিত্রদীপ ভাদুড়ী
ও ! সাইকো ডাক্তার দা ---
বউকে আমার দেখুন !!
মুখটা সদাই বাংলার পাঁচ !
মেজাজটা গ্যাস-চুল্লীর আঁচ !
গোমরা মুখে , নাতির সাথে
দেখছে - দেখি কার্টুন !!
বেশ -অবেলায় , ভাত গিলে আর
চায়না সে পান জোয়ান !
বিকেল বেলায় ঐ যা দ্যাখে
" দিদি নাম্বার ওয়ান " !!
যেই না বিদায় নেয়-- "রচনা"
বলব কী তার অনুশোচনা --
থুক কথাতেই হঠাৎ ক'রে
খোশ মেজাজটা খোয়ান !!
কখন কারে দিচ্ছে গালি --
নিভিয়ে ঘরের আলো --
কার্টুন দেখে , হাসলে নাতি
গিন্নি - বাধায় হাতাহাতি --
দেওয়াল-দোরে মাথা ঠোকে
বুঝছি না মুই - ভালো !!
এমন কেন হচ্ছে দাদা ?
কেসটা কী ভাইরালে ?
ডায়লগ সব আওড়ে চলে
যা ছিল সিরিয়ালে !!
ডাক্তার বলে - ডেঙ্গু মশা !
আমার শালীর একই দশা --
এই রোগটার চিকিত্সা নেই
ডক্টরস্ জার্নালে !!
--------------------