সাংস্কৃতিক সংবাদ




২৬শে আগষ্ট কালনা সত্যময় সাধারণ পাঠাগারে গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে রবিবার সকালে বসে আঁকো প্রতিযোগিতায় এক ঝাঁক খুদে শিল্পী অংশ গ্রহন করে৷ অমিতাভ চক্রবর্তী ,সনৎ ব্যানার্জী ,অদীপ চ্যাটার্জী ,অলোক সাহা এবং সুহৃৎ ব্যানার্জী প্রমুখ পাঠাগার কর্মীরা বক্তব্য রাখেন এবং পরে সকলকে গ্রন্থাগারের পক্ষ থেকে রাখী পরানো হয় ৷